• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

দুর্নীতি তদন্ত সাইবারচোর অর্থপাচাররোধে দুদককে সহযোগিতা করবে এফবিআই


প্রকাশিত: ১২:৩৫ এএম, ৬ জুন ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭০ বার

বিশেষ প্রতিনিধি  :  বিভিন্ন দুর্নীতির তদন্ত, সাইবার ক্রাইম ও বিদেশে সরকারি অর্থপাচার প্রতিরোধে প্রশিক্ষণ dudok-fbi-www.jatirkhantha.com.bdপ্রদানসহ কয়েকটি ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই।

সোমবার দুদক কার্যালয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে এফবিআইয়ের দুই প্রতিনিধির বৈঠক হয় বলে দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য  জাতিরকন্ঠকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, ওই বৈঠকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ও দুদকের মহাপরিচালক। অপর দিকে এফবিআই প্রতিনিধি দলে ছিলেন জেমস প্রাইস ও ডেভিড ইনট। এদিকে উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য আরো জানান, তদন্ত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে দুটি সংস্থার মধ্যে গুরুত্বপূর্ন আলোচনা হয়।

বিশেষ করে বিদেশে অর্থ পাচার প্রতিরোধ, বিশেষ করে ট্রেড বেইজড মানি লন্ডারিং, সাইবার ক্রাইম প্রতিরোধ, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ ও অর্থ পাচার বন্ধে দুদকের কর্মকর্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করতে এফবিআই প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন।