• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

দুর্ধর্ষ জঙ্গি কমান্ডার মারজান সঙ্গীসহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত


প্রকাশিত: ৫:০৯ পিএম, ৬ জানুয়ারী ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

বন্ধুকযুদ্ধে নিহত নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম
বন্ধুকযুদ্ধে নিহত নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম

বিশেষ প্রতিনিধি  :  রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের

সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ছোরা, একটি মোটরসাইকেল ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাতে বেড়িবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধে নিহত দু’জনের মধ্যে একজন নব্য জেএমবির নেতা মারজান রয়েছেন।’ ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জাতিরকন্ঠকে জানান, মোহাম্মদপুর থানা পুলিশ রাত পৌনে ৪টার দিকে দুটি লাশ ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তারা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশের ভাষ্য, নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম ওরফে মারজান ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘অপারেশন কমান্ডার’ ছিলেন। বন্দুকযুদ্ধে নিহত অপরজনের নাম সাদ্দাম বলে যমুনা টিভির খবরে বলা হয়েছে। আনুমানিক ২৩-৩০ বছর বয়সী দু’জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।