• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

দুর্দান্ত-আল আমিন


প্রকাশিত: ৪:১৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৫৫ বার

প্রিয়া রহমান  : ভারতের বিপক্ষে আল আমিন হোসেনের শুরুটা হলো দুর্দান্ত। শিখর ধাওয়ান তো আল আমিনের alamin-www.jatirkhantha.com.bdবলটা বুঝতেই পারলেন না—পরিষ্কার বোল্ড! মাত্র ৪ রানেই ভারতের উদ্বোধনী জুটি ভেঙে বাংলাদেশের পেসারের উল্লাস দেখে কে! দল ৪৫ রানে হেরে যাওয়ায় ম্যাচ শেষে আল আমিনের হাসিটা অবশ্য অটুট থাকেনি মুখে। ।

যদিও সেদিন দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছিলেন, কিন্তু সেটা যেন তাঁর কাছে দীর্ঘশ্বাসের নামান্তর! পরদিন যখন টিম হোটেলে দেখা হলো আল আমিনের সঙ্গে, তাঁর বিষণ্ন মুখটা বলছিল, ‘এই উইকেট লইয়া আমি কী করিব?’

শ্রীলঙ্কার বিপক্ষেও স্বরূপে আল আমিন। আবারও পেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট। এবার অবশ্য বাংলাদেশ দলের পেসারের হাসিটা মিইয়ে যায়নি। আজ সকালে যখন মুঠোফোনে কথা হলো, তাঁর মুখে তখন বিস্তৃত হাসি। ‘আসলে কত উইকেট পেলাম, তা নিয়ে ভাবি না। সামনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাবনায় শুধু এটাই।’

এ পর্যন্ত আল আমিন নিয়েছেন ৭ উইকেট, বাংলাদেশের পক্ষে তো বটেই, এশিয়া কাপের মূল পর্বে খেলা দলগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ। যদিও তালিকায় সবার ওপরে রয়েছেন আরব আমিরাতের মোহাম্মদ নাভিদ, উইকেট ১১টি। ৯ উইকেট নিয়ে এর পর আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদ। তিনে আছেন আল আমিন। নাভিদ-আমজাদ দুজনই ম্যাচ খেলেছেন তিনটি বেশি।

শুধু এবারের এশিয়া কাপ কেন, টি-টোয়েন্টিতে আল আমিন কতটা ধারাবাহিক আরেকটি পরিসংখ্যানেই প্রমাণ মিলবে। তাঁর টি-টোয়েন্টি অভিষেক ২০১৩ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। আল আমিনের অভিষেকের পর বাংলাদেশ যতগুলো টি-টোয়েন্টি খেলেছে, এর মধ্যে সবচেয়ে সফল বোলার তিনি।

এই সময়ে ১৬ টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৭ উইকেট। ১৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে এর পর আছে সাকিব আল হাসান। ঘরের মাঠে হওয়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ সফল ছিলেন আল আমিন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০ উইকেট ছিল তাঁরই।

এই পরিসংখ্যান তাঁকে আত্মবিশ্বাসী করলেও আল আমিনের কাছে দলে অবদান রাখাটাই বড়, ‘যত টি-টোয়েন্টিতে ম্যাচ খেলব তত আত্মবিশ্বাস বাড়বে। আর আমার কাছে উইকেট নেওয়ার চেয়ে দলে অবদান রাখাটাই গুরুত্বপূর্ণ। সব সময় সেটাই করার চেষ্টা করি।’

ছন্দময় আল আমিনের দেখা যদি সামনের ম্যাচগুলোতেও পাওয়া যায়, বাংলাদেশের জন্য বাধা হওয়ার কথা নয় কোনো দলই।

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
প্রধান বিচারপতির বাড়িতে বোমা সদৃশ বস্তু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা  :  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ির পাশে জমিতে বোমা সদৃস বস্তু পাওয়া গেছে। সোমবার সকালে বাড়ির কাজের লোক এটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান।

সরেজমিনে জানা যায়, প্রধান বিচারপতির পাশের বাড়ির অস্বীনি কুমার সিংহ কাজের লোক পবন শব্দকরের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। বিচারপতির ঘরের পেছনে প্রায় ২০০ ফুট দূরে জমিতে ফেলে রাখা গ্যাস সিলিন্ডারের মতো ওই বস্তুটি দেখা যায়।

অস্বীনি কুমার জানান, তিনি বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মোল্লা মো. শাহীন, কমলগঞ্জ থানার ওসি এনামুল হক, মৌলভীবাজারের এসপি মো. শাহজালাল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলের পাশে একটি ম্যাপ, আলফালাহ যুবসংঘের একটি তালিকা উদ্ধার করা হয়েছে। বোমা সদৃশ বস্তুর পাশে কাউকে যেতে দেয়নি পুলিশ।

এ ব্যাপারে মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মোল্লা মো. শাহীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসলে বিষয়টি এখনো পুরোপুরি বুঝা যাচ্ছে না। সিলেট থেকে বিশেষ দল আসছে, তারপর নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনাটি কাউকে ফাঁসানোর জন্যই হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’