• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

দুবাই থেকে টাকা আসছে হুজির নামে-তিন হুজি জঙ্গি পাকরাও


প্রকাশিত: ৪:৪৬ পিএম, ২৩ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

স্টাফ রিপোর্টার  :  পুরান ঢাকার কোতয়ালী থানা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সভাপতি (উত্তর) মুফতি 1মাওলানা নাজিমউদ্দিনসহ ( ৩৫) তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে পলাতক মুফতি শফিকুর রহমান দুবাই থেকে হরকাতুল জিহাদকে টাকা পাঠানোর কয়েকটি চিঠি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে অন্য দুইজন হলেন-প্রকৌশলী সাইদুজ্জামান (২৪) ও আনাস (২১)।

শনিবার ডিবির অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল্লাহ জানান, আজ সকালে কোতয়ালী থানা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হরকাতুল জিহাদের পলাতক ও কারাবন্দী নেতাদের তালিকা পাওয়া গেছে। এছাড়া দুবাই থেকে হরকাতুল জিহাদকে টাকা পাঠানোর পলাতক মুফতি শফিকুর রহমানের কয়েকটি চিঠি উদ্ধার করা হয়েছে।