• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

দুবাইয়ের ৬৩ তলা এ্যাড্রেস হোটেলের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১ জানুয়ারী ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৪ বার

aআবি  আলি দুবাই থেকে:   দুবাই এর কেন্দ্রস্থলে বিশ্বের সবচাইতে উঁচু ভবন বার্জ খলিফার কাছে দ্য এ্যাড্রেস হোটেলের আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এখনো পর্যন্ত মোট ১৬জন মানুষ আহত হয়েছে।তবে, বর্ষবরণের উদযাপন পরিকল্পনা মত ঠিক সময়েই করা হয়।

দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের সাংবাদিক সাইফুর রহমান  জানিয়েছেন, ৬৩ তলা ঐ হোটেলের বাইরে কয়েক কিলোমিটার পর্যন্ত এখনো ধোয়া দেখা যাচ্ছে। ৬৩ তলা ঐ হোটেলের বাইরে কয়েক কিলোমিটার পর্যন্ত এখনো ধোয়া দেখা যাচ্ছে

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এখনো শুরু হয়নি বলে তিনি জানিয়েছেন।আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভবনের ভেতর ও আশেপাশের এলাকা থেকে মানুষজনকে সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
মি. রহমান জানাচ্ছেন, কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেয়া হয়েছে প্রধান সড়কগুলো।তবে, বর্ষবরণের আলোকসজ্জা আর আতশবাজির প্রদর্শনী দেখতে হাজার হাজার মানুষ এসেছিল, তাদের অধিকাংশই এখনো রাস্তায় আটকে আছে।