• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

দুবাইতে বার্জ খলিফার কাছে ভয়াবহ অগ্নিকান্ড


প্রকাশিত: ৩:৩৬ এএম, ১ জানুয়ারী ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৫ বার

barj khalifa-www.jatirkhantha.com.bdtআবি  আলি দুবাই থেকে: দুবাই এর কেন্দ্রস্থলে বিশ্বের সবচাইতে উঁচু ভবন বার্জ খলিফার কাছে এক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে।দ্য এ্যাড্রেস নামে ৬০ তলা ঐ বিলাসবহুল হোটেলের প্রায় পুরোটাই ঘিরে ফেলেছে আগুন।এক হাজার ফুট উঁচু ঐ হোটেলে এখনো আগুন জ্বলছে।

দমকল বাহিনীর লোকজন মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছেছে।যদিও আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।সেই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।আর কিছুক্ষণের মধ্যেই নতুন বছরের শুরু উদযাপনের জন্য বার্জ খলিফা হোটেলে আলোকসজ্জা আর আতশবাজি প্রদর্শনী শুরু হবার কথা ছিল।