দুধর্ষ নিস্তার বাহিনীর প্রধান বেড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বেড়া প্রতিনিধি : পাবনায় বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিস্তার বাহিনীর প্রধান নিস্তার হোসেন (৪০) নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত নিস্তার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা ও আমিনপুর থানায় পুলিশ হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, তিন রাউন্ড গুলি দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোররাত ৩টার দিকে পাবনার ঢালারচর ইউনিয়নের দড়িরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিস্তার উপজেলার দড়িরচর এলাকার ইয়াছিন মিন্ত্রীর ছেলে। পাবনার আমিনপুর থানার ওসি তাজুল হুদা জানান, গভীর রাতে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিস্তার বাহিনী প্রধান নিস্তারসহ তার সঙ্গীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন নিস্তার।পরে ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, তিন রাউন্ড গুলি দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত নিস্তারের বিরুদ্ধে পাবনা ও আমিনপুর থানায় পুলিশ হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।