• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

‘দুদক অভিযানে দুর্নীতিবাজরা ঘুষের রেট বাড়িয়ে দিয়েছে’


প্রকাশিত: ১০:৪০ পিএম, ৭ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

স্টাফ রিপোর্টার :  শুধু ছোট নয়, বড় দুর্নীতিবাজদেরও ধরা হবে- এমন মন্তব্য করে দুর্নীতি দমন dudok-www.jatirkhantha.com.bdকমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের ধরপাকড়ে দুর্নীতিবাজরা উল্টো ঘুষের রেট বাড়িয়ে দিয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন ইকবাল মাহমুদ। দুর্নীতি প্রতিরোধে এনজিওদের ভূমিকা শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে এনজিওবিষয়ক ব্যুরো।

সেমিনারে দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘এনজিও খাতে তৃণমূলের পাশাপাশি কেন্দ্রেও দুর্নীতির প্রসার হয়েছে।’ তিনি বলেন, ‘আপনারা সব সময় বলেন চুনোপুঁটি ধরা হয়েছে। বড় যে ধরা হয়েছে তা দেখেন নাই? মানুষ তো ছোট থেকেই বড় হয়। আমরাও ছোট থেকে বড়তে উঠব। সময় দেন।’

ইকবাল মাহমুদ আরো বলেন, ‘আগে দশজনে ঘুষ খেত, এখন একজন খায়। বেড়েছে রেট।’ সেমিনারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘টপ ম্যানেজমেন্টের সংশ্লিষ্টতা ছাড়া জালিয়াতি বা অনিয়মগুলো হওয়ার কথা না।

তাহলে সেখানে কেন দুদক তাদের বিচারের আওতায় আনতে পারবে না। সে প্রশ্ন ওঠা তো খুবই স্বাভাবিক। এটা নিয়ে মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব হবে যে আসলে কি দুদক ব্যক্তির পরিচয়ের ঊর্ধ্বে বা কোনো প্রভাবের কারণে কারো সম্পদের অবস্থার ওপর ভিত্তি করে দুদক কাজ করছে নাকি সব মানুষ আইনের চোখে সমান সেটাকে প্রাধান্য দিচ্ছে।’