দুদকের জালে ঢাকা ওয়াসার এমডি-
স্টাফ রিপোর্টার : ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে দুই ঘণ্টার বেশি সময় কারওয়ান বাজারের ওয়াসা ভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুদকের পরিচালক এ কে এম জায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি দল।
জিজ্ঞাসাবাদ শেষে জায়েদ হোসেন খান সাংবাদিকদের বলেন, ঢাকা ওয়াসার পদ্মা জশলদিয়া প্রকল্প, মডস-৫ জোনসহ কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সে অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন তথ্য জানা ও ওয়াসার এমডির বক্তব্য জানতে কমিশনের দলটি ওয়াসায় এসেছিল।
ওয়াসার এমডি তাকসিম এ খান পরে সাংবাদিকদের বলেন, বিভিন্ন প্রকল্প সম্পর্কে কিছু তথ্য জানতে দুদকের কর্মকর্তারা এসেছিলেন। তবে কোনো দুর্নীতির বিষয়ে তাঁরা প্রশ্ন করেননি। দুদক কর্মকর্তারা যেসব তথ্য জানতে চেয়েছিলেন, অনেকগুলোই তাঁদের দেওয়া হয়েছে। কিছু তথ্য পরে দেওয়া হবে। তিনি বলেন, পদ্মা জশলদিয়া প্রকল্পের বিষয়ে দুদকের যে অনুসন্ধান ছিল, সেটা নথিভুক্ত করে অনেক আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
দুদক সূত্র জানায়, ঢাকা ওয়াসার পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পের জন্য দরপত্র ও ভেটিং (দর-কষাকষি) ছাড়াই নিম্নমানের পাইপ আমদানির মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে সংস্থার এমডির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সে সময় কয়েক দফা তাঁকে দুদকে তলব করা হলেও সময় নিয়ে মে মাসে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হয়েছিলেন তাকসিম এ খান।