• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

দুই শিশুর ঘাতকিনী মা’র বিরুদ্ধে অবশেষে মামলা


প্রকাশিত: ১:৪১ এএম, ৪ মার্চ ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭৫ বার

স্টাফ রিপোর্টার  :  দুই শিশুর হত্যাকারী ঘাতকিনী মা মাহফুজা জেসমিনের  বিরুদ্ধে অবশেষে হত্যা মামলা করেছেন বাবা আমান উল্লাহ। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ 11মামলা হয়। মামলার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জাতিরকন্ঠকে বলেন, কাল শুক্রবার আসামি জেসমনিকে আদালতে পাঠানো হবে।

গত সোমবার সন্ধ্যায় বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর সড়কের একটি বাসায় নুসরাত ও আলভীর রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রেস্তোরাঁর খাবার খেয়ে তারা মারা যায়। পরদিন লাশের ময়নাতদন্তে শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার আলামত পান চিকিৎসক।

এ ঘটনায় শিশুদের বাবা আমান উল্লাহ, মা মাহফুজা ও খালা আফরোজা মালেককে গতকাল বুধবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরের নেওয়া হয়। আজ এক সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব জানায়, মা মাহফুজাই দুই শিশুকে হত্যা করেছেন।