• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

দুই বিমানের সংঘর্ষ মধ্য আকাশে-নিহত ৫


প্রকাশিত: ৪:০৮ পিএম, ১ সেপ্টেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

 

বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মধ্য আকাশে দুটি ছোট বাণিজ্যিক বিমানের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত 1হয়েছে।আলাস্কার রুশিয়ান মিশন গ্রামের প্রত্যন্ত এলাকার আকাশে এ দুর্ঘটনা ঘটে বলে খবর দিয়েছে বিবিসি অনলাইন।

আলাস্কার ন্যাশনাল গার্ড জানিয়েছে, স্থানীয় হ্যাগেল্যান্ড অ্যাভিয়েশনের একটি সেসেনা উড়োজাহাজে তিনজন আরোহী ছিলেন।অন্যদিকে একটি পর্যটন কোম্পানির পাইপার উড়োজাহাজে দু’জন আরোহী ছিলেন। মধ্য আকাশে সংঘর্ষে তারা সবাই মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে মধ্যাকাশে উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ একটি বিরল ঘটনা। এ ধরনের দুর্ঘটনা সাধারণত বিমানবন্দরের কাছে ঘটে থাকে।