• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

‘দুই বিদেশি হত্যাকান্ডে দূতাবাসগুলোর বাড়াবাড়ি-তাদের রেড এলার্ট জারিও বাড়াবাড়ি এবং এটাও ভুল’


প্রকাশিত: ৩:৩১ এএম, ২৩ অক্টোবর ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

007_169180----------------সিলেট অফিস:     অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে দূতাবাসগুলো বাড়াবাড়ি করছে।তাদের রেড এলার্ট জারি বাড়াবাড়ি এবং এটা ভুল বলে তিনি মন্তব্য করেন।বৃহস্পতিবার দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থান শেষে আয়োজিত সুধী সমাবেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘বই হচ্ছে ইতিহাস ও জ্ঞানের ভাণ্ডার। একটি গ্রন্থাগার শুধু এলাকা বা দেশ নয় পথিবীর সম্পদ।’অর্থমন্ত্রী বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। আমেরিকায় প্রতি বছর অনেক বেশি মানুষ মারা যায়। তাদের মধ্যে অনেক বাঙালিও থাকেন।’

যখন আমেরিকায় বাঙালি হত্যার ঘটনা ঘটে তখন তারা কোথায় থাকেন-এমন প্রশ্ন রাখেন মুহিত।দুই বিদেশি হত্যার কারণে পোশাক খাত থেকে বিদেশিরা বিমুখ হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়টিকে ইস্যু করা হচ্ছে। দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, তার প্রভাব গার্মেন্ট সেক্টর বা অর্থনীতিতে পড়বে।’

তিনি বলেন, ‘অর্থ বরাদ্দের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শর্ত দিতেই পারে। তবে আমাদের শর্তও তাদের মানতে হয়। আইএমএফ বাংলাদেশের জন্য ২৬ কোটি মার্কিন ডলার ছাড় করেছে, তাতে যে সংস্থার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছে, তা বাংলাদেশ পূরণ করে যাচ্ছে।’

অর্থমন্ত্রী দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও বৃহস্পতিবার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং কর্মসূচিতে অংশ নেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে অর্থমন্ত্রী বলেন, ‘এদেশে জাত আর ধর্মে কোনো ভেদাভেদ নেই। আমাদের পরিচয় আমরা মানুষ, আমরা বাঙালি। বর্তমান সরকার সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট।’