• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ২:০৬ পিএম, ২২ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

সাতক্ষীরা প্রতিনিধি  : সাতক্ষীরার দেবহাটায় ভাতশালা সীমান্তের বিপরীতে ভারতের শ্বৈতপুর satkira-www.jatirkhantha.com.bdক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশি গরু রাখালকে ধরে নিয়ে গেছে। রবিবার (২২ জানুয়ারি) ভোর রাতে দেবহাটার ভাতশালা ও ভারতের শ্বৈতপুর সীমান্ত থেকে তাদেরকে ধরে নিয়ে যায় বিএসএফ।

আটক বাংলাদেশিরা হলেন, দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামের জান মুহাম্মাদের ছেলে আজিজুল ইসলাম।

তাদের সঙ্গে থাকা ও ফিরে আসা গরু রাখালরা জানান, শনিবার বিকালে দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান তারা। গরু নিয়ে ফেরার পথে ভারতের শ্বেতপুর বিএসএফের সদস্যরা দুই বাংলাদেশি গরু রাখালকে আটক করে। তাদের ব্যাপক মারপিট করে ধরে নিয়ে যায়। অন্যরা পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন।

ভাতশালা বিজিবির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক জানান, ‘আমরা এমন কোনও ঘটনা এখনও শুনিনি। কোনও বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে কিনা আমরা খোঁজ খবর নিচ্ছি।’