• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

দুই তরুণ টাইগার হাসানের ব্যাটিংয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ


প্রকাশিত: ৪:৪৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৯৭ বার

19 world cup-www.jatirkhantha.com.bdসাইফুল বারি মাসুম   :   দুই তরুণ টাইগার হাসানের তাক লাগানো ব্যাটিংয়ে ভর করে প্রথমবার যুব বিশ্বকাপের সেমি ফাইনালে পৌচেছে  বাংলাদেশ।

বাংলাদেশের টার্গেট ছিল ২১২। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের জন্য সেটা মোটেও বড় কিছু নয়। কিন্তু চমক জাগানো 19 world cup-www.jatirkhantha.com.bdনেপালের বোলিং অ্যাটাকে সেই টার্গেটকেই এক সময় দুঃসাধ্য মনে হচ্ছিল জুনিয়র টাইগারদের জন্য।

কিন্তু ধীরস্থির ব্যাটিংয়ের মাধ্যমে সেখান থেকে বাংলাদেশকে ৬ উইকেটের বড় জয় এনে দেন জাকির হাসান এবং মেহদী হাসান। সেই সঙ্গে প্রথমবারের মত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল তরুণ টাইগাররা।