দুঃখ বিলাস-রুজহানা তাসরিক
শীতের বিকালে কফির
মগে হালকা চুমুক,
সুখ সুখ দুঃখ বিলাস মন।
চলে যায় দূর দেশে অচীন পুরে
নেপাল থাই প্যারিস জাপান,
কখনও আফ্রিকার বন!
সুখ সুখ দুঃখবিলাস মন!
বিদেশ আজ থাক
না হয় না যাই
দেশে আছে সাগর নদী
মংলা জংলা পথ!
সুখ সুখ দুঃখ বিলাশ
চা কাপে ভ্রমণ বিনাশ
স্বপ্ন পাড়ি দেই
নিয়ে যাই রথ।।
গাঁয়ের ঐ জংলা ধারে
সাদা শাড়ি শীতের বুড়ি
আগুন আঁচে
শীত তাড়াবার মেলায়,
আমাকেই পাই খুঁজে
ভাপা পীঠা রস হাতে
জটা চুলে
শীতের সন্ধ্যা বেলায়।
কফিতে আরেক চুমুক
চলে যাই সাগর পাড়ে
বারবিকিউর আসর
গিটার গানে,
কফিশেষ হতেই আবার
ইতি টানে শীতের বিলাশ
সুখ সুখ দুঃখ
বিলাশ প্রাণে।।