দীপ্ত টেলিভিশনে মন্ত্রী ও ছেলের বিরুদ্ধে ভূমি দখলের খবর প্রচার করায় মামলা
বিশেষ প্রতিবেদক .চট্টগ্রাম : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তাঁর ছেলে মজিবুর রহমানের নামে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টেলিভিশনে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগে সাতজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। আজ রোববার রাত ১০ টার দিকে নগরের চকবাজার থানায় মামলাটি করেন মন্ত্রীর পরিবারের মালিকানাধীন সানোয়ারা গ্রুপের কর্মকর্তা শেখ আহমেদ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, মন্ত্রী ও তাঁর ছেলেকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভূমি দখলের অভিযোগ এনে দীপ্ত টেলিভিশনে সংবাদ প্রচারের অভিযোগে টেলিভিশনের ছয় কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হলেন: দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, কাজী রাবেত হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমেদ, বার্তা সম্পাদক, চট্টগ্রামের প্রতিবেদক লতিফা আনসারী রুনা ও চান্দগাঁও কমিউনিটি সেন্টারের মালিক আবু বকর।
ওসি আজিজ আহমেদ বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে লতিফা আনসারী রুনা আজ রাতে বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করে চান্দগাঁও কমিউনিটি সেন্টার নিয়ে দীপ্ত টেলিভিশনে প্রতিবেদন করা হয়েছে। কাউকে হেয় করতে মিথ্যা কিংবা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।