• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

দিল্লির প্রিয়দর্শিনী হলেন মিস ইন্ডিয়া


প্রকাশিত: ১:২০ পিএম, ১১ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

বিনোদন রিপোর্টার  :  চলতি বছর ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব জয় করেছেন দিল্লির প্রিয়দর্শিনী priodarshoni-www.jatirkhantha.com.bdচ্যাটার্জি। মুম্বাইয়ের তারা ঝলমলে অনুষ্ঠানে শাহরুখ খান বিজয়ীর নাম ঘোষণা করেন। প্রিয়দর্শিনীর পাশাপাশি ব্যাঙ্গালুরের সুশ্রুতি কৃষ্ণা ফার্স্ট রানারআপ এবং লখনৌর পংখুড়ি গিড়োয়ানি সেকেন্ড রানারআপ হিসেবে নির্বাচিত হন।

রবিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৯ এপ্রিল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিচারকের ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত, ইয়ামি গৌতম, অর্জুন কাপুর, কবির খানম ও অ্যামি জ্যাকসন। এছাড়াও মিরিয়া লালাগুনা, টেনিস তারকা সানিয়া মির্জা, নির্মাতা একতা কাপুর, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা ও শেন পিকক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, টাইগার শ্রফ, জ্যাকলিন ফার্নান্দেজ ও জনপ্রিয় র‍্যাপ গায়ক বাদশাহ্‌ পারফর্ম করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক করণ জোহর ও মনীশ পাল।