• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

দিনে শিক্ষিকা রাতে পর্ণ নায়িকা


প্রকাশিত: ২:২৩ পিএম, ৩১ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩১৮ বার

ডেস্ক রিপোর্টার  :  তিনি দিনে ছোট্ট শিশুদের পড়ান, আর রাত হলেই তিনিই আবার হয়ে যান পর্নস্টার। এমনই এক 1শিক্ষিকাকে নিয়ে উত্তাল সার্বিয়া। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক পর্নস্টারের সাক্ষাৎকারের পরই শুরু হয় বিতর্ক।

সেই পর্নস্টার বলেন, আমি বাচ্চাদের একটা স্কুলে পড়াই। অবসর সময়ে সেক্স টেপ, পর্ন সিনেমায় অভিনয় করি।স্কুলের প্রধান শিক্ষিকা বলছেন, গত তিন বছর ধরে দক্ষতার সঙ্গে বাচ্চাদের বেশ ভালই পড়াচ্ছেন পর্নস্টার তথা শিক্ষিকা।

তবে এখন সেই শিক্ষিকাকে স্কুল থেকে সরিয়ে দেওয়ার জন্য অভিভাবকরা মিলিত হয়ে চিঠি দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ অবশ্য প্রমাণ চাইছেন। অভিযোগ সেই স্কুলশিক্ষিকা নাম বদলে মিস ভেসনা নাম নিয়ে পর্ন সিনেমায় অভিনয় করছেন। প্রধান শিক্ষিকা বলছেন, ওই শিক্ষিকা পর্ন সিনেমা করছেন এমন প্রমাণিত হলে তাঁকে জরিমানা সহ বরখাস্ত করা হবে।