• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সংবর্ধনা জলঢাকায়


প্রকাশিত: ২:২৮ এএম, ৬ জানুয়ারী ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

dinajpur board -jaldhakaমোঃ হাসানুজ্জামান সিদ্দিকী হাসান ,জলঢাকা নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় গত শনিবার বিকালে বড়ভিটা স্কুল এন্ড কলেজের উদ্দ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনকে সংবর্ধনা দিয়েছেন। চেয়ারম্যানের সংবর্ধনা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে বর্নিল সাজে সজ্জিত করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, এমপি পতিœ উপজেলা নারী অধিকার ফোরামের সভাপতি মার্জিয়া সুলতানা, মাধ্যমিক ও উচ্চা মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আব্দুল মান্নান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহির উদ্দিন বসুনিয়া, প্রভাষক বাদশা আলমগীর প্রমুখ। অপর দিকে একই দিনে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত উচ্চ বিদ্যালয় বোর্ড চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন।
জলঢাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ছাত্রলীগ সন্ত্রাসী চাদাঁবাজী করার জন্য নয়, ছাত্রদের সমস্যা ও অধিকার নিয়েই আন্দোলন করবে ছাত্রলীগ ।