• বৃহস্পতিবার , ৯ জানুয়ারী ২০২৫

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ২ চালকসহ তিনজন নিহত


প্রকাশিত: ১১:১৬ এএম, ৩১ ডিসেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৭০ বার

দিনাজপুর প্রতিনিধি  :   দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রত্নাদীঘি dএলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে আজ তিনজন নিহত হন। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রত্নাদীঘি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ থেকে ১২ জন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের দুজন বাস ও ট্রাকের চালক। অন্যজন যাত্রী। তবে তাঁদের নাম জানা যায়নি। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় কে এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগেরই বাড়ি দিনাজপুর বলে ধারণা করা হচ্ছে। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাকিম আজাদ জানান, ঢাকা থেকে যাত্রীবাহী বাবলু পরিবহনের বাস বিরামপুরে যাচ্ছিল। পথে রত্নাদীঘি এলাকায় সামনের দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক ও এক যাত্রী নিহত হন।