• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

দশম সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনটা রাজনীতির খেলা-রকিব


প্রকাশিত: ১২:৫৮ এএম, ৯ ফেব্রুয়ারি ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

স্টাফ রিপোর্টার  :  11দশম জাতীয় সংসদের অধিকাংশ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনাকে ‘রাজনীতির খেলা’ বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারের সম্মেলন কক্ষে বিদায়ী সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।

এ সময় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে রকিবউদ্দীন বলেন, ‘সমঝোতা না হওয়ায় নির্বাচন করা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন করা ছাড়া কোনো উপায় ছিল না।’ তিনি বলেন, ‘নির্বাচন করতে গিয়ে কর্মকর্তারা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তাদের সাহসিকতায় দেশে আজ উন্নয়নের ধারা অব্যাহত আছে।’

চলতি সংসদে দেড় শতাধিক সংসদ সদস্য বিনা প্রতিন্দ্বিতায় বিজয়ী হওয়ার বিষয়ে বিদায়ী সিইসি বলেন, ‘মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোল দেবেই। এটা রাজনীতির খেলা। উন্নত বিশ্বে এর চেয়ে অনেক বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের রেকর্ড আছে।’

দেশের নির্বাচন ব্যবস্থা খারাপ হয়ে গেছে- এমন অভিযোগের জবাবে রকিবউদ্দীন বলেন, ‘আমরা নির্বাচন ব্যবস্থাকে দুর্বল অবস্থায় নিয়ে যাইনি। দেশে কথায় কথায় মারামারি বেড়ে গেছে। এটা এক ধরনের সামাজিক অবক্ষয়।’

২০১২ সালের ৯ ফেব্রুয়ারি সিইসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কাজী রকিবউদ্দীন আহমদ। আজ ৮ ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদ পূর্ণ হলো এই নির্বাচন কমিশনের।এদিকে নির্বাচন কমিশনে নতুন নিয়োগপ্রাপ্তরা শপথ নেবেন ১৫ ফেব্রুয়ারি।