‘দশম নির্বাচন গণতন্ত্রের জন্য সুখকর নয়’
ঢাকা : সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যা হয়েছে তা গ্রহণযোগ্য না বর্জনীয় তা আসল বিষয় নয়। তবে এই নির্বাচনের গুনাগুন গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়। এই নির্বাচনের মাধ্যমে আমার জন্য দুঃখজনক একটি বিষয় সংঘটিত হয়েছে। তা হল, আমরা অনেক সংগ্রাম করে যেসব নিয়মকানুন প্রতিষ্ঠা করেছিলাম তা নষ্ট হয়ে গেছে। এই যে নির্বাচনের সময় সিল মারা ঘটনা, জাল ভোটের মতো ঘটনা পত্রিকায় দেখেছি। তা আমরা বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম। এখন এমন বিষয় আবার প্রতিষ্ঠা করতে অনেক সংগ্রাম করতে হবে। আজ রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিতে এটিএন বাংলা আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, তবে নির্বাচনের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে, হিংসার পথ ধরে ক্ষমতায় আসার রাজনীতি আর চলবে না। সন্ত্রাস কখনও ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না। তিনি স্মৃতি চারণ করে বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ঈদের মতো মানুষ ছুটি নিয়ে ভোট দেয়ার জন্য গ্রামে গেছে। দশম নির্বাচনে এমনটি কেন হল না? সাধারণ জনগণ প্রাণভয়ে ভোট দিতে পারেনি। এটা দুঃখজনক। হাসান আহমেদ চৌধুরী কিরনের উপস্থাপনায় বিতর্কে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ও ইবাইস ইউনিভার্সিটি অংশ নেয়। এর বিষয় ছিল, দশম জাতীয় সংসদ নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এতে বিরোধী দল বিজয়ী হয়।