• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা


প্রকাশিত: ২:৫৯ পিএম, ৪ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

 

2আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই বাংলাদেশি যুবকের নাম খায়রুল আলম (৩৮)বাংলাদেশ সময় রোববার রাতে দেশটির উত্তর কেপ প্রদেশের রাজধানীর কিমবার্লির ডেলপট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল সিলেটের গোপালগঞ্জ উপজেলার ধামপাল গ্রামের আবদুল লতিফের ছেলে। গত পাঁচ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন তিনি।নিহতের বড় ভাই সোহেল আহমেদ জানান, স্থানীয় সময় বেলা সাড়ে ১০টার দিকে খায়রুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে একদল দুর্বৃত্ত।

তারা খায়রুলকে বুকে ও মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান সোহেল।