• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

‘থ্যাঙ্ক ইউ বস’ বলেই ৫ কোটি!


প্রকাশিত: ১:২৫ এএম, ২ মার্চ ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

 


বিনোদন ডেস্ক : একেই বলে কপাল! তা না হলে  ‘থ্যাঙ্ক ইউ, বস’ বলেই কেউ পেয়ে যায় ৫ কোটি  টাকা? হাঁ পেয়েছে এই টাকা পেয়েছে একমাত্র মহেশ বাবু। জানা গেছে, দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু প্রতি ছবি থেকে ৫০ কোটির কম পারিশ্রমিক নেন না। সিনেমায় অভিনয় করা ছাড়াও বেশকিছু সংস্থার মুখপাত্র তিনি। ফলে সেখান থেকেও মোটা অঙ্কের আয় তার।

অনলাইন টাকা আদান-প্রদানকারী অ্যাপ ‘ফোন পে’তে কণ্ঠ দিয়েছেন অভিনেতা। টাকা আদান-প্রদান হলেই বাজবে মহেশ বাবুর কণ্ঠস্বর। এটা রেকর্ডিং করতে মহেশ নিয়েছেন ৫ কোটি টাকা। শুধু তিনটি শব্দ বলেছেন তিনি। ‘থ্যাঙ্ক ইউ, বস’। আর তার জন্যই ৫ কোটি পেয়েছেন এ তারকা।