• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

থার্টিফাস্ট ও অভিসার দুটোই চালাবে..


প্রকাশিত: ৭:২৪ পিএম, ৩১ ডিসেম্বর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭৭ বার

dipika-ranobir-www.jatirkhantha.com.bd-2

বিনোদন রিপোর্টার :  এবার মালদ্বীপে থার্টিফাস্ট ও গোপন অভিসার দুটোই একসাথে চালাবে বলিউড তারকা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিং।শোনা যাচ্ছে নতুন বছরকে স্বাগত জানাতে গোপন অভিসারে যাচ্ছেন তারা। ২০১৮ সালের প্রথম সপ্তাহ মালদ্বীপে থাকবেন এই জুটি।ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে এই খবর জানা গেছে। তাদের প্রেমকাহিনী নিয়ে কম কথা হয় না। নিত্য নতুন অনেক কিছুই সামনে আসে। তবে সেসব খুব চৌকসভাবে সামলান।
dipika-ranobir-www.jatirkhantha.com.bd.1
বলিউডে রটেছে, মালদ্বীপের কোনো এক সমুদ্রসৈকতে গোপন অভিসারে একান্তে সময় কাটাবেন তারা। এই বিষয়টিও সবার কাছে গোপনই রাখতে চান রণবীর-দীপিকা। এদিকে আগামী ৫ই জানুয়ারি দীপিকার জন্মদিন। নববর্ষ উদযাপনের সঙ্গে প্রেমিকার জন্মদিন উদযাপনও হবে মালদ্বীপে। সেখানেই প্রেমিকার জন্য বিশেষ পার্টির আয়োজন করবেন রণবীর। এমনটাই মনে করছেন অনেকে। তবে বিষয়টি নিয়ে রণবীর-দীপিকা এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেননি।