• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

‘তুই সর, নাইলে পিইষ্যা মাইরা ফালামু তোরে’-সেই বাস ড্রাইভার আদালতে


প্রকাশিত: ২:১৪ পিএম, ২৩ ডিসেম্বর ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

1111tস্টাফ রিপোর্টার:  ‘তুই সর, নাইলে পিইষ্যা ফালামু তোরে’— রীতিমত ঘোষণা দিয়ে অটোরিকশা চালককে শত শত মানুষের সামনে পিষেই মেরে ফেলেছিলেন বাস ড্রাইভার আব্দুল মজিদ (২৫)। মঙ্গলবার ওই ঘটনায় রাতেই মামলা দায়েরের পর আজ বৃধবার তাকে আদালতে উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে প্রকাশ্যে শত মানুষের সামনে ঢাকার উত্তরায় আব্দুল মজিদ অটোরিকশা চালক মো: ফারুকের উপর বাস তুলে দিয়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়।তার অপরাধ ছিল মজিদের বাস তার তার অটোরিকশাকে ধাক্কা দেয়ার পর সে বেরিয়ে এসে ধাক্কা দেয়ার কারণ জানতে চেয়েছিলো।পরে তার বাসের যাত্রীরাই তাকে ট্রাফিক পুলিশের হাতে হস্তান্তর করে।

এরপর দেখা গেলো বাস চাল কোন ড্রাইভিং লাইসেন্স ছিলনা। ছিলনা বাসের কোন বৈধ কাগজপত্র।পরে ট্রাফিক পুলিশ তাকে থানায় হস্তান্তরের পর রাতেই এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা উত্তরা (পশ্চিম) থানার এসআই খগেন্দ্র চন্দ্র সরকার।

কিছুক্ষণ আগে তিনি জাতিরকন্ঠকে জানান আব্দুল মজিদের ছোট ভাই হারুনের দায়ের করা এ মামলায় তাকে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।আদালতে তাকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মিস্টার সরকার।