তিন লাখ টাকা চাঁদা না পেয়ে মন্দিরের সেবককে কুপিয়ে জখম
সাতক্ষীরা থেকে জেলা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে মন্দিরের সেবক পঙ্কজ সরকার (৫০) কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত পঙ্কজ সরকার স্থানীয় শালখালী শ্যামসুন্দর ইসকন মন্দিরের সেবক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শুক্রবার ভোরে উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পঙ্কজ সরকারের ভাই সমীরণ সরকার বলেন, তার ভাই পঙ্কজ রাতে মন্দিরের পাশের একটি ঘেরের বাসায় ঘুমিয়ে ছিলেন। ওই সময় দেবহাটার জিয়াউর রহমান ওরফে আফগান জিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসীরা তার ভাইয়ের মাথায় উপর্যপুরি কুপিয়ে জখম করে।সমীরণ সরকার আরও বলেন, আফগান জিয়া কয়েক মাস আগে থেকে তার ভাইয়ের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে এ হামলা করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে এবং এজাহারের ভিত্তিতে মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।তবে পুলিশ এই ঘটনা ধামাচাপা দেয়ার চেস্টা চালাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ।