• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

তিন ব্যাংকে নয়া এমডি সোনালীতে-ওবায়েদ অগ্রণীতে-শামস-উল-রূপালীতে-আতাউর


প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১৬ আগস্ট ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

এস রহমান   :  রাষ্ট্রায়াত্ত তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রায়াত্ত তিন Gov-Bank-3-MD.www.jatirkhantha.com.bdব্যাংকের  নিয়োগকৃত এমডিরা হলেন-সোনালীতে-ওবায়েদ উল্লাহ মাসুদ অগ্রণীতে-শামস-উল-ইসলাম ও রূপালী ব্যাংকে -আতাউর রহমান।

অর্থ মন্ত্রণালয় সূত্র জাতিরকন্ঠকে জানায়, রাষ্ট্রায়াত্ত সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে তাদের। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিয়োগ সংক্রান্ত এক আদেশ সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিয়োগকৃত এমডিদের মধ্যে  সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদকে এর আগে কর্মসংস্থান ব্যাংকের এমডি ছিলেন।
অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল-ইসলাম এর আগে আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি  ছিলেন। এছাড়া রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পাওয়া আতাউর রহমান এর আগে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি ছিলেন।

আদেশে বলা হয়েছে, এমডিদের তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগে সরকারের সম্মতি জ্ঞাপন করেছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।