তিনশ ফিটে ‘Grand Qawwali Night’ আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট-এ
প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় সরাসরি কাওয়ালি সংগীত, মুঘল শাহি রেসিপিতে তৈরি ঐতিহ্যবাহী খাবার ও স্বাদে ভরপুর ডাইনিং অভিজ্ঞতা, বাঙলার মুঘল ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত থিমেটিক ডেকরেশন, শান্ত, সবুজ ও নিরিবিলি, শহরের কোলাহল থেকে দূরে
কালচারাল রিপোর্টার : ঢাকার ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা দূরে, রাজধানীর নতুন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনপদ ৩০০ ফিটে সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত ICCB Heritage Restaurant-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য সাংস্কৃতিক আয়োজন — “Grand Qawwali Night”। মুঘলীয় সুর ও স্বাদের এক অপূর্ব সন্ধ্যা ! যেখানে ঐতিহ্যবাহী মুঘল শাহি রান্না ও কাওয়ালির সুরে বিমোহিত হবেন আপনি ও আপনার প্রিয়জনেরা। ঐতিহ্য, সংগীত আর রাজকীয় আতিথেয়তার অপূর্ব সমন্বয় আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে বাংলার মুগল যুগের গৌরবে।
রেস্টুরেন্টের এই বিশেষ আয়োজনে থাকছে প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় সরাসরি কাওয়ালি সংগীত, মুঘল শাহি রেসিপিতে তৈরি ঐতিহ্যবাহী খাবার ও স্বাদে ভরপুর ডাইনিং অভিজ্ঞতা, বাঙলার মুঘল ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত থিমেটিক ডেকরেশন, শান্ত, সবুজ ও নিরিবিলি, শহরের কোলাহল থেকে দূরে এক স্বপ্নীল সন্ধ্যা।
বন্ধু, পরিবার বা প্রিয়জনকে নিয়ে একসাথে কাটাতে পারেন এক স্মরণীয় সন্ধ্যা – গ্র্যান্ড কাওয়ালি নাইট যা আপনার হৃদয়ে ছাপ রেখে যাবে দীর্ঘদিন।
🎶 ইভেন্ট সময়সূচি:
প্রতি শুক্রবার (উইকেন্ডে)
📅 এপ্রিল: ২৫
📅 মে: ২, ৩, ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭, ২২, ২৩ ও ২৪
সময়: সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত
📍 স্থান: ICCB Heritage Restaurant
টেবিল রিজারভেশন এর জন্য কল করুন +880 1991-197719
আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ICCB Heritage Restaurant-এর অফিসিয়াল ফেসবুক পেজে।