• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

তাহলে কি মন্ত্রীর কথা শোনেনা বিটিআরসি ?


প্রকাশিত: ৯:২৯ পিএম, ২৭ নভেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

 

বিশেষ প্রতিনিধি : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ইন্টারনেটনির্ভর মেসেজিং ও ভয়েস ttঅ্যাপ ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করার কোনও প্রশ্নই আসে না। এমন কোনও সিদ্ধান্তও সরকার নেয়নি।তাহলে মন্ত্রীর গ্রীন সিগন্যল না নিয়ে কেন ব্ক্তব্য দিতে গেলেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

সূত্র জানায়, গত শুক্রবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কলের সুবিধার কারণে আন্তর্জাতিক কলের পরিমাণ কমছে। স্মার্টফোনে এ ধরনের অ্যাপ ব্যবহারের বিষয়ে দুই এক মাসের মধ্যে বিটিআরসি একটি সিদ্ধান্তে পৌঁছতে চায়।

অথচ আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, হোয়াটস অ্যাপ, ইমো, ভাইবার বন্ধ হবে না, হচ্ছে না, হওয়ার প্রশ্ন নেই। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব এ তথ্য জানিয়েছেন তিনি।

তারানা হালিম বলেন, বন্ধ হতে হবে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল), এক্ষেত্রে সরকারের অবস্থান জিরো টলারেন্স। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপের বন্ধের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিটিআরসির বক্তব্যর প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

এর আগে সংস্থাটির চেয়ারম্যান কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কলের সুবিধার কারণে আন্তর্জাতিক কলের পরিমাণ কমছে। স্মার্টফোনে এ ধরনের অ্যাপ ব্যবহারের বিষয়ে দুই এক মাসের মধ্যে বিটিআরসি একটি সিদ্ধান্তে পৌঁছতে চায়।