• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

তাহলে কি ভেঙ্গে যাচ্ছে ব্রিটেন? লন্ডনের স্বাধীনতা ঘোষণা আহবান


প্রকাশিত: ৮:২২ পিএম, ২৪ জুন ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

লন্ডন থেকে শফিকুল ইসলাম :   ইইউতে থাকার জন্য লন্ডনকে স্বাধীনতা করতে মেয়র সাদিক খানকে brexit-sadik-khan-www.jatirkhantha.com.bdঅনুরোধ করছে ভোটাররা।যুক্তরাজ্যে গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে যাওয়ার পরই সাদিক খান ভোটারদের এ অনুরোধ পান।
তাহলে কি ভেঙ্গে যাচ্ছে ব্রিটেন? শুধু লন্ডন নয় আরো বেশ কিছু রাজ্য একলা চলোর পক্ষে ইতিমধ্যে কথা বলা শুরু করেছেন।

কয়েক হাজার ভোটার মেয়রকে অনুরোধ জানিয়ে বলেছেন, তিনি যেন লন্ডনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইইউতে থাকার সিদ্ধান্ত নেন।শুক্রবার ঐতিহাসিক গণভোটে বিচ্ছেদপন্থিদের জয়ের পর যুক্তরাজ্যের সংবাদপত্র ইভনিং স্ট্যান্ডার্ডে ঐক্যবদ্ধ থাকায় আগ্রহীদের এই খবরটি দিয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইইউ ছাড়ার পক্ষ জিতলেও রাজধানী লন্ডনের ভোটাররা থাকার পক্ষেই রায় দিয়েছেন। এখানে ‘রিমেইন’ পেয়েছে ৬০ শতাংশ ভোট, ‘লিভ’ পেয়েছে ৪০ শতাংশ।তবে পুরো ইংল্যান্ডে ১ কোটি ৫২ লাখ ভোটার ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছেন। বিপরীতে থাকার পক্ষে ভোট পড়েছে ১ কোটি ৩৩ লাখ।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির হয়ে মেয়র নির্বাচিত সাদিক খান নিজে ইইউতে থাকার পক্ষে প্রচারে ছিলেন।ভোটের ফল প্রকাশের পর শুক্রবার সকালে লন্ডনের ৮ হাজারের বেশি নাগরিক তার কাছে একটি আবেদন দিয়েছেন, যাতে ইইউতে থেকে যাওয়ার পক্ষে তাকে ব্যতিক্রমী ওই উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

আবেদনের উদ্যোক্তা জেমস ও মেলে লিখেছেন, “লন্ডন একটি আন্তর্জাতিক শহর। আমরা ইউরোপের প্রাণ হিসেবে থাকতে চাই।”
এজন্য মেয়র সাদেক খানকে লন্ডনের স্বাধীনতা ঘোষণা করার আহ্বান জানিয়ে বলা হয়, “মেয়র সাদিক, আপনি কি প্রেসিডেন্ট সাদিক হওয়াটাই বেছে নেবেন না? এটাকে সত্যি করুন…”।অনলাইনে এই আবেদনে স্বাক্ষর সংগ্রহ চলছে এবং সমর্থন দ্রুতই বাড়ছে।