• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

তাসকিন সাকিব ঝড়ে কুপোকাত আফগানরা


প্রকাশিত: ১১:৩২ পিএম, ২৫ সেপ্টেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৫৪ বার

111 এস রহমান  :   অবশেষে তাসকিন সাকিব ঝড়ে কুপোকাত হলো আফগানরা।প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ রানে sakib-tiger-www-jatirkhantha-com-bdহারালো বাংলাদেশ। টাইগারদের দেয়া ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫৮ রানেই শেষ হয় আফগানিস্তানের ইনিংস। বড় জয়ের লক্ষ্যে খেলতে নেমে আফগানদের শুরুটা ভালোই হয়েছে যদিও তাসকিনের প্রথম ওভারে মোহাম্মদ শেহজাদের একটি সহজ ক্যাচ ছেড়েছেন ইমরুল কায়েস।

এরপর অধিনায়ক আজগর স্ট্যানিকজাইকে ফিরিয়ে দিয়ে টাইগারদের নিশ্চিত জয়ের পথে নিয়ে যান ঔই তাসকিন আহমেদই। ৪৯তম ওভারে আট রান দিলেও দুর্দান্ত বল করেছেন রুবেল হোসেন। শেষ ওভারে অাফগানদের জয়ের জন্য দরকার ১৩ রান। প্রথম বলে দুই রান দিলেও দ্বিতীয় বলে মীরওয়াইশ আশরাফকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাসকিন।
1
এছাড়া পঞ্চম ওভারের পঞ্চম বলে শাবির নুরের আরেকটি ক্যাচ মিস করেন রুবেল হোসেন। প্রথম ৫ ওভার শেষে বিনা উইকেটে ২০ রান তোলে সফরকারীরা। এরপরই ভয়ঙ্কর হয়ে ওঠেন মোহাম্মদ শেহজাদ। তাসকিন-মাশরাফিদের ওপর চড়াও হন এই ব্যাটসম্যান। তবে খুব বেশি ক্ষতিকর হবার আগেই শেহজাদকে ফেরান বাংলাদেশ অধিনায়ক।

২১ বলে ৩১ রান করে শেহজাদ আউট হবার পরের ওভারে সফরকারীদের আরেকটি ধাক্কা দেন সাকিব আল হাসান। শাবির নুরিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর উইকেটে এসে ইনিংস গড়ায় মনোযোগী হয় আফগান ব্যাটসম্যানরা।
2
রহমতউল্লাহ ও হাসমতউল্লাহ শাহিদি মিলে শতরানের জুটি গড়ে আফগানদের ধীরে ধীরে জয়ের পথে নিয়ে যেতে থাকেন। শুরুতে দেখেশুনে খেললেও সুযোগ বুঝে হাত খুলেছেন তারা। রুবেলকে ছয় মেরে অর্ধশতকে পৌঁছান রহমত।

যখন মনে হচ্ছিল, ম্যাচটা প্রায় জিতেই যাচ্ছে আফগানিস্তান ঠিক সেই সময়ই রহমত শাহকে আউট করে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনেন সাকিব আল হাসান। সাকিবকে এগিয়ে এসে মারতে গেলে বলের লাইন মিস করেন রহমত। স্টাম্পস ভাঙতে বিন্দুমাত্র দেরি করেননি মুশফিকুর রহিম।

এই উইকেট নিয়ে টেস্ট ও টি২০ ক্রিকেটের পর ওয়ানডেতেও দেশের সবোর্চ্চ উইকেট শিকারি হলেন সাকিব। ২০৭ উইকেট নিয়ে সাকিবের পরেই রয়েছেন আবদুর রাজ্জাক। ৭১ রান করেন রহমত। ৪৪তম ওভারে আরেক ব্যাটসম্যান ইহসানউল্লাহ শাহিদিকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল।
3
আউট হবার আগে ১১০ বলে ৭২ রান করেন শাহিদি। পরের ওভারে ১১ রান দিয়ে বাংলাদেশের জয়টা কঠিন করে তোলেন রুবেল উপায় না দেখে বল হাতে নেন মাশরাফি। নিজের শেষ ওভারে নজিবুল্লাহ জাদরানকে ফিরিয়ে দিয়ে ম্যাচে আবারো চাঞ্চল্য ফিরিয়ে অানেন ম্যাশ।

তবে পরের বলেই মাশরাফিকে মিড উইকেটের উপরে দিয়ে বিশাল এক ছয় মেরে নিজেদের সম্ভাবনাটা জিইয়ে রাখেন আফগান অধিনায়ক আজগর স্ট্যানিকজাই। ৪৮তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নবীকে ফিরিয়ে দিয়ে ম্যাচে বাংলাদেশের কতৃত্ব প্রতিষ্ঠা করেন তাসকিন।
4
পরের বলেই অধিনায়ক আজগর স্ট্যানিকজাইকে ফিরিয়ে দিয়ে টাইগারদের নিশ্চিত জয়ের পথে নিয়ে যান ঔই তাসকিন আহমেদই। ৪৯তম ওভারে আট রান দিলেও দুর্দান্ত বল করেছেন রুবেল হোসেন। শেষ ওভারে অাফগানদের জয়ের জন্য দরকার ১৩ রান। প্রথম বলে দুই রান দিলেও দ্বিতীয় বলে মীরওয়াইশ আশরাফকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাসকিন।

পরের চারটি বলে কেবল একটি রানই নিতে পেরেছে আফগানিস্তান। টাইগার বোলারদের মধ্যে তাসকিন আহমেদ চারটি উইকেট নেন। এছাড়া অধিনায়ক মাশরাফি ও সাকিব আল হাসান দুটি করে উইকেট নেন।