• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

তাসকিনের হাতে ধোনির ‘কাটা মুণ্ডু’ তোলপাড় সারা দেশ


প্রকাশিত: ৮:১৬ পিএম, ৫ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৬ বার

ডেস্ক রিপোর্ট   :  তাসকিনের হাতে ধোনির ‘কাটা মুণ্ডু’ ভাইরাল : এ খবর দিয়েছে আনন্দবাজার।এই নিয়ে তোলপাড় চলছে সারা দেশ।এশিয়া কাপের taskin-www.jatirkhantha.com.bdফাইনালে আগামীকাল রবিবার মিরপুরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই ভারতে কাছে হেরে যায় মাশরাফি বাহিনী। তাই ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের সামনে প্রতিশোধের হাতছানি। কালকের ম্যাচে বাংলাদেশ টি-টোয়েন্টির শীর্ষ দলকে হারাতে পারবে কিনা সেটা বোঝা ম্যাচ শেষে। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের হাতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাটা মুণ্ডু।  খবর ভারতের আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এভাবেই নাকি শুরু হয়ে গেছে বাংলাদেশ-ভারত ম্যাচের মাঠের বাইরের লড়াই। ফলে রবিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে লড়াইটা যে জমে যাবে তা বলাই বাহুল্য।

এতে আরও বলা হয়, দেশের মাটিতে এশিয়া কাপ জিতে দেশবাসীকে উপহার দিতে বদ্ধপরিকর টাইগাররা। অন্যদিকে, টি-২০ বিশ্বকাপ শুরু করার আগে এই ট্রফি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে ভারতও। দুই দেশের ক্রিকেটাররাই এগিয়ে রাখছে একে অপরকে।

কখনও ধোনি বলছেন ওদের ঘরের মাঠে খেলা। পুরো স্টেডিয়াম ওদের সমর্থন করবে। মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে ওঁরা। অন্যদিকে, মাশরাফি তো সরাসরিই জানিয়ে দিয়েছেন ভারতই ফেভারিট।