• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

তারেক রহমানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ


প্রকাশিত: ৯:৫৭ পিএম, ৭ জানুয়ারী ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

tareq-rahman,www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা:
আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের মিডিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহTarek zia back-www.jatirkhantha.com,bd এই আদেশ দেন। আইনজীবী নাসরীন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনটি করেছেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাহারা খাতুন, ইউসুফ হোসেন হুমায়ুন, সানজীদা খানম, শ ম রেজাউল করিম প্রমুখ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্ব​িজ্ৎ​​ রায়  বলেন, আদালত পলাতক অবস্থায় থাকা তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধে ব্যবস্থা নিতে তথ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন।