• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

তারেক-মিশুকের খুনী বাস চালক জামিরের যাবজ্জীবন


প্রকাশিত: ১:৪২ পিএম, ২২ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

tarek-misuk munir-www.jatirkhantha.com.bdjamirমানিকগঞ্জ প্রতিনিধি  : মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত দায়রা ও জেলা জজ আব্দুল্লাহ আল-মামুন ফয়জুল কবীরের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

tarek-masud-killer-www.jatirkhantha.com.bdএর আগে গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর বুধবার রায়ের দিন ধার্য করেন।এ সময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে তার জামিন আদেশ বহাল রেখেছেন আদালত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুই পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ থাকলেও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করে। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামি পক্ষের দুজনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।