• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

তারেক খালেদা জিয়ার পরিচালনায় থাকা বিএনপি অবৈধ-নতুন বিএনপি গড়ার ঘোষণা


প্রকাশিত: ১:০৪ এএম, ১০ জানুয়ারী ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

 

BNP- Bangladesh new party-www.jatirkhantha.com.bdশফিক আজিজ.ঢাকা:
তারেক ও খালেদা জিয়ার পরিচালনায় থাকা বিএনপিকে অবৈধ ঘোষণা করে নতুন বিএনপি গড়ার অঙ্গিকার করেছেন বিএনপির বেশ কিছু ত্যাগি নেতা কর্মী।এদের অন্যতম উদ্যোক্তা কামরুল হাসান।তাঁর সঙ্গে রয়েছেন বিএনপি স্মূল ধারার বেশ কয়েকজন নেতাও।তাঁদের ভাষ্য তারেক খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি দেশের গন মানুষকে জিম্মী করে রাজনীতি করছে।

এই রাজনীতি জিয়াউর রহমান করেননি।জিয়ার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে তারা নতুন বিএনপি গঠন করবেন বলে জাতিরকন্ঠকে জানিয়েছেন নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপির মূল ধারার মহিবুল ইসলাম, ইমরান কবির, জাভেদ ওমর রাব্বিসহ বেশ কয়েকজন ত্যাগী নেতা কর্মী উপস্থিত ছিলেন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ শুক্রবার সকালে নতুন বিএনপি গড়ার ঘোষণা দিয়েছেন কামরুল হাসান। তিনি এর আগে শাহেদা ওবায়েদের নেতৃত্বাধীন ‘গড়ব বাংলাদেশ’ নামে একটি সংগঠনের মুখপাত্র ছিলেন।
গুলশানের লেকশোর হোটেলে এ অনুষ্ঠানে কামরুল হাসান ছাড়া আর কেউ বক্তব্য দেননি। অল্প কয়েকটি গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়। কামরুল হাসান তাঁর বক্তৃতায় দাবি করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের পরিচালনায় থাকা বিএনপি অবৈধ। জিয়াউর রহমানের বিএনপিকে ফেরত আনতে নতুন বিএনপি গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তখন জানানো হবে, এর সঙ্গে আর কারা আছেন।
নতুন বিএনপি গড়ার এ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘আমি অর্থমন্ত্রীর ভাষায় বলতে চাই, “অল আর রাবিশ”।’
কামরুল হাসান  দাবি করেন, তিনি কেবল দল গোছানোর কাজ করছেন। এর সঙ্গে আর কারা আছেন, তা তিনি প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি দাবি করেন, এই উদ্যোগে সরকারি কোনো সংস্থার উৎসাহ বা যোগসাজশ নেই।
লেকশোর হোটেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইকেবানা হলরুমটি আজকের অনুষ্ঠানের জন্য  ভাড়া করেন জাভেদ ওমর রাব্বি । তিনি গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেকে ‘বিএনপির সংকটকালীন দলের সদস্য’ উল্লেখ করেছেন।জাভেদ ওমর বলেন, তিনি নতুন বিএনপির দপ্তর সমন্বয়কের কাজ করছেন।