• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

তাদের মন্ত্রীত্ব থাকবে কিনা-মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে-অ্যাটর্নি জেনারেল


প্রকাশিত: ২:১৮ পিএম, ২৭ মার্চ ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

1বিশেষ প্রতিবেদক  :  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, গুরুতর আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সরকারের দুই মন্ত্রী স্বপদে বহাল থাকার বিষয়টি নৈতিকতার সঙ্গে জড়িত। তাদের মন্ত্রীত্ব থাকবে কি না এ ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে।

রবিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।দোষী সাব্যস্ত হওয়ায় পর দুই মন্ত্রীর মন্ত্রীত্ব বহাল থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, এই বিষয়ে এই মুহূর্তে বলা সম্ভব নয়। সংবিধানেও এই বিষয়ে বিস্তারিত বলা নেই।