তলে তলে আপোষ রাজ’পরীর – জাতিরকন্ঠ/www.jatirkhantha.com.bd
  • শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

তলে তলে আপোষ রাজ’পরীর


প্রকাশিত: ৯:০৩ পিএম, ৭ জানুয়ারী ২৩ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

বিনোদন রিপোর্টার : অবশেষে তলে তলে আপোষ হচ্ছে রাজ’পরীর। পরী সুতায় টান দিয়ে ফের রাজকে নাটাইয়ে ভরতে সক্ষম হয়েছেন। যার প্রমাণ ওদের স্ট্যাটাসে-মিলেছে। স্ট্যটাসে-রাজ বলেন, ‘হ্যালো, দিস ইজ রাজ। মি অ্যান্ড পরি, উই আর কামিং অ্যাট রিয়েল হিরো সিজন টু, উইনার স্পোর্টস ক্লাব।

গত কয়েকদিন ধরেই তারকা দম্পতি রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছিল। তাদের বিচ্ছেদ ইস্যুতে সরব ছিলো সোশ্যাল মিডিয়া। তবে সকল জল্পনা উড়িয়ে ফের এক হয়েছেন এই দম্পতি। খুব শিগগির দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আসর। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকাই সিনেমার একঝাঁক তারক

তাদের মধ্যে থাকছেন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, শরিফুল রাজ, পরীমণি, তমা মির্জা, নির্মাতা রায়হান রাফী, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।‘রিয়েল হিরো এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস’ পেজের এক ভিডিও বার্তায় পরীমণি বলেন, আসসালামু আলাইকুম, আমি আপনাদের পরীমণি। স্বাগত সবাইকে। আমি আসছি রিয়েল হিরো সিজন টুয়ে। আগামী ১৫ জানুয়ারি উইনার স্পোর্টস ক্লাব, আজমাইনে। দেখা হচ্ছে তবে।

অন্যদিকে শরিফুল রাজ বলেন, ‘হ্যালো, দিস ইজ রাজ। মি অ্যান্ড পরি, উই আর কামিং অ্যাট রিয়েল হিরো সিজন টু, উইনার স্পোর্টস ক্লাব।প্রসঙ্গত, ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন। মূলত, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে।