• মঙ্গলবার , ২৮ জানুয়ারী ২০২৫

তরুণীর মামলায় বোল্ডআউট আরাফাত সানি পাকরাও


প্রকাশিত: ১১:১৯ এএম, ২২ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

tt
arafat sany-arrest-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিনিধি  :  এক তরুণীর মামলায় বোল্ডআউট আরাফাত সানি শেষমেষ পাকরাও হয়ে এখন থানা হেফাজতে। পুলিশ জানায়, এক তরুণীর দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে  গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ রবিবার সকালে তাকে আমিন বাজার থেকে গ্রেফতার করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মীর জামাল উদ্দিন জাতিরকন্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইবার অপরাধ দমন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণী গত কয়েকদিন আগে মামলাটি করেন। আজই তাকে আদালতে পাঠানো হবে।