• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

তন্ময়ের ‘লাস্ট কিস’ থেকে বাস্তব কিস-বিয়ের পিঁড়িতে-


প্রকাশিত: ৭:৫৭ পিএম, ১১ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭৩ বার

বিনোদন রিপোর্টার   :  তন্ময় এবার ‘লাস্ট কিস’ থেকে বাস্তব কিস এর বিয়ের পিঁড়িতে। হঠাৎ করেই Bapjaner byescope-www.jatirkhantha.com.bdবিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা সানজিদা তন্ময়। বর কাজি এরশাদুল রশিদ বনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত। আজ (শনিবার) বিকালেই সানজিদার বাসায় পারিবারিকভাবে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বিয়ের বিষয়টি সাংবাদিকদের নিজেই জানিয়েছেন ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার এ নায়িকা।

এ বিষয়ে সানজিদা বলেন, বিয়ে যেহেতু করতেই হবে তাই আর দেরি করলাম না। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করছি। সবাই আমরা জন্য দোয়া করবেন। সানজিদা জানান, কাজি এরশাদুল রশিদ বনি কর্মসূত্রে ইংল্যান্ডে থাকেন। আজকে বিয়ের অনুষ্ঠান শেষে আগামী সোমবার সে ইংল্যান্ডে চলে যাবে।
2015_12_19_21_28_05_By4TyVHMTjNkFa78mpAcCX3PJZQtvL_original
এদিকে বিয়ের পর নিয়মিত অভিনয় করার কথা জানিয়েছেন সানজিদা।সানজিদা বর্তমানে মুন্তাহিদুল লিটন পরিচালিত ‘লাস্ট কিস’ সিনেমার শুটিং করছেন। আজ সকালেও তার শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু বিয়ের কারণে শুটিং পিছিয়েছেন তিনি।