• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

তনু হত্যায় সন্দেহভাজন ৩ সেনা সদস্যকে সিআইডির জিজ্ঞাসাবাদ


প্রকাশিত: ১১:৫৯ পিএম, ২৬ মে ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

কুমিল্লা জেলা প্রতিনিধি  :   কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় 1তদন্তসংস্থা সিআইডির একটি দল বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসের তিন সেনা সদস্যকে জিজ্ঞসাবাদ করেছে। তবে সেনা সদস্যদের নাম প্রকাশ করেনি সিআইডি। কুমিল্লা সিআইডির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিআইডি সূত্র জানায়, তনুর মরদেহ উদ্ধারের পর বিভিন্ন আলামত পুলিশের নিকট সরবরাহ করেছিলেন এমন তিন সেনা সদস্যকে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। সেনানিবাসে যাওয়া টিমে ছিলেন কুমিল্লা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়, এএসপি জালাল উদ্দিন, মোজাম্মেল হক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক গাজী মো. ইব্রাহিম।

সূত্র জানান, ‘মামলার তদন্তের স্বার্থে তিন সেনা সদস্যের বক্তব্য নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউজের পাশের একটি জঙ্গলে তনুর মরদেহ পাওয়া যায়। ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত খুঁজে পায়নি ফরেনসিক বিভাগ।

তবে ডিএনএ রিপোর্টে তনুকে হত্যার আলামত পাওয়া গেছে মর্মে প্রতিবেদন আসায় এ নিয়ে ফরেনসিক বিভাগ ও সিআইডি মুখোমুখি অবস্থানে রয়েছে। অপরদিকে ৫৭ দিনেও ফরেনসিক বিভাগ দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।