• বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪

তনু খুনের সবকিছু জানে সার্জেন্ট জাহিদ ও তার স্ত্রী : তনুর মা


প্রকাশিত: ১:৫২ এএম, ১১ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭০ বার

কুমিল্লা থেকে ফিরে মরিয়ম সুলতানা  :   : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় দুই সেনা 1সদস্য জড়িত বলে দাবি করেছেন তার মা ও বাবা। সার্জেন্ট জাহিদ ও তাঁর স্ত্রীকে আটক করলে সব রহস্য উন্মোচিত হবে বলে দাবি করেন তনুর মা। তনু জাহিদের সন্তানদের প্রাইভেট পড়াত বলে জানান তারা।

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সিআইডি কার্যালয়ে সপ্তম বারের মতো তাদের জিজ্ঞাসাবাদ করতে আনলে কার্যালয়ে ঢোকার আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তারা।

এ হত্যাকা-কে পরিকল্পিত বলে দাবি করে তনুর বাবা মো. ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগম বলেন, কুমিল্লা সেনানিবাসের সার্জেন্ট জাহিদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলেই তনু হত্যাকা-ের সকল তথ্য বেরিয়ে আসবে।

“বার বার জিজ্ঞাসাবাদে আমরা ক্লান্ত ও ক্ষুব্ধ। যাদের বাসায় পড়াতে গিয়ে তনু খুন হল তাদের কাউকেই ওইভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।”

তাদের বাসার শিশুদের জিজ্ঞাসাবাদ করলেও অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তারা।

আনোয়ারা বেগম বলেন, “সেনাবাহিনীর স্টাডি ইউনিটের একটি অনুষ্ঠনে গান গাইতে তনুকে অনুরোধ করা হয়েছিল। গান না গেয়ে বন্ধুদের সঙ্গে সিলেটে চলে যায় তনু। এ থেকেই ক্ষুব্ধ হয়ে তনুকে হত্যা করা হয়। এর বাইরে যদি আর কোনো রহস্য থাকে তাহলে তাও খুঁজে বের করা দরকার।

আজ তনুর পরিবারের চার সদস্যসহ নয় জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।সিআইডি ঢাকার সিনিয়র বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। স্টাডি ইউনিটের অনুষ্ঠানে তনুর প্রত্যাখ্যানের পর গান গাওয়া কুমিল্লার শিল্পী শান্তা, তার বন্ধু খোকনসহ অজ্ঞাত পরিচয়ের একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।