• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

তনু খুনের গুরুত্বপূর্ণ আলামত মিলেছে-সিআইডি কার্যালয়ে তনুর মা-বাবা


প্রকাশিত: ৫:৪০ পিএম, ২ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

 

কুমিল্লা .জেলা প্রতিনিধি :  তনু খুনের  গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে সিআইডি। যে সব আলামত tanu-murder-cach-www.jatirkhantha.com.bdখুনীকে চিহ্নিত করতে পারে। এজন্য আজ শনিবার সকালে সিআইডি কুমিল্লা-নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার কার্যালয়ে তনুর মা-বাবা ডেকে নেয়া হয়।

শনিবার কুমিল্লা সেনানিবাসে তনুর মরদেহ পড়ে থাকার স্থানটি পরিদর্শন শেষে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান সিআইডির কুমিল্লা-নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান।

এর আগে ঘটনাস্থলের পাশের গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তারা। ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রী গত ২০ মার্চ খুন হওয়ার পর থেকে প্রতিবাদের ঝড় বইছে সারাদেশে। থানা পুলিশ, ডিবি হয়ে এখন হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি।

এই তরুণীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আদালতের নির্দেশে লাশ পুনরায় তুলে ময়নাতদন্ত হয়েছে।