• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

তথ্যসচিবের পিতার ইন্তেকাল মন্ত্রী-প্রতিমন্ত্রী’দের গভীর শোক


প্রকাশিত: ১২:১৫ এএম, ৫ জুন ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৯৯ বার

বিশেষ প্রতিনিধি : তথ্যসচিব কামরুন নাহারের পিতা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মোহাম্মদ ইউনুস বুধবার (০৩ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বলে জাতিরকন্ঠ কে জানান তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ। মৃত্যুকালে তিনি পাঁচ কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বৃন্দ।

তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য সচিবের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।