• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

তথ্যমন্ত্রীসহ ২৫ জনকে হত্যার হুমকি


প্রকাশিত: ৬:৫৪ পিএম, ১৬ জুন ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

tttttttttttttttttস্টাফ রিপোর্টার.ঢাকা:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ আরও ২৩ জন বিশিষ্ট নাগরিককে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে পাঠানো চিঠিটি তাঁর কাছে পৌঁছায়। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। তিনি বলেন, এর আগে আরও দুবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনসারুল্লাহ বাংলা টিম-১৩ হত্যার হুমকি দিয়েছিল।
এ প্রসঙ্গে জানতে চাইলে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ ধরনের ঘটনা বারবার হওয়াটা উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ আরও ২৩ জন বিশিষ্ট নাগরিককে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে পাঠানো চিঠিটি তাঁর কাছে পৌঁছায়। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। তিনি বলেন, এর আগে আরও দুবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনসারুল্লাহ বাংলা টিম-১৩ হত্যার হুমকি দিয়েছিল।
এ প্রসঙ্গে জানতে চাইলে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ ধরনের ঘটনা বারবার হওয়াটা উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।