ঢাকা বিশ্ববিদালয় ভর্তি পারীক্ষায় জালিয়াতি
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পারীক্ষায় জালিয়াতির দায়ে চার জনকে আটক করেছে বিশ্ববিদালয় প্রশাসন। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- আল ইমরান ও নূরে আলম আরিফ। তাদেরকে বিশ্ববিদালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ডিভাইসসহ আটক করা হয়। তারা বর্তমানে প্রক্টর অফিসে রয়েছে। বাকি দু’জনকে এখনো নিয়ে আসা হয়নি। তাদেরকে লালমাটিয়া কলেজ ও শেখ বোরহান উদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ থেকে আটক করা হয়েছে।
এর আগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। এ বছর এক হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৮৯ হাজার ৫০৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন।