• মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪

ঢাকা বার নির্বাচন আগামী ২৪-২৫ ফেব্রুয়ারি


প্রকাশিত: ১০:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৬৮ বার

1স্টাফ রিপোর্টার : ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচন আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা হইতে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। ঢাকা বারের ওয়েবসাইটে জানানো হয়েছে, বর্তমানে এই বারের সদস্য ২০ হাজার ৩৯ জন আইনজীবী।

নির্বাচন উপলক্ষে এখন ঢাকা বার এলাকায় উৎসবমূখর অবস্থা বিরাজ করছে। কর্মদিবসে প্রার্থী ও প্যানেলের পক্ষে তাদের সমর্থিত আইনজীবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটার আইনজীবীদের কাছে ভোট প্রার্থণা করছেন।

এ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ি ২০১৬-২০১৭ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৫টি পদে এ নির্বাচন অনুষ্টিত হচ্ছে। ২৫ টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদ ও ১৫ টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।