• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

ঢাকা ছাড়লেন সি


প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৫ অক্টোবর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

 
বিশেষ প্রতিনিধি : দু’দিনের ব্যস্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার সকাল ১০টা ১১ she-www-jatirkhantha-com-bdমিনিটে তাকে বহনকারী এয়ার চায়নার বিশেষ বিমান ভারতের উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।বিমানবন্দরে শি জিনপিংকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টায় রাজধানীর উপকণ্ঠ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শি জিনপিং। সেখানে তাকে তিন বাহিনীর গার্ড অব অনার দেয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শি জিনপিং স্মৃতিসৌধে একটি উদয় পদ্মা গাছের চারা রোপন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর স্মৃতিসৌধ থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।২২ ঘণ্টার সফরে গতকাল শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে চীনা প্রেসিডেন্ট ঢাকায় আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এরপর তিনি ব্যস্ত সময় পার করেন। বিমানবন্দর থেকে শি জিনপিং হোটেল লা মেরিডিয়ানে যান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। সেখানে দুই নেতা বৈঠক করেন।এরপর সেখানেই একাধিক চুক্তি ও সমঝোতা সই হয়। এরপর সেখান থেকে আবার হোটেলে ফেরেন তিনি।

সেখানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন। সন্ধ্যায় রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে নৈশভোজে অংশ নেন চীনা প্রেসিডেন্ট।সফরে দু’দেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে ১২টি ঋণ ও কাঠামো চুক্তি বাকিগুলো বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতার সমঝোতা স্মারক।এছাড়া বেসরকারি খাতে ১৩ বিলিয়ন ডলারের ১৩টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়েছে।