• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন বিরতিহীন ট্রেন-‘সোনার বাংলা এক্সপ্রেস’২৬ জুন থেকে


প্রকাশিত: ৬:০৪ পিএম, ২১ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৫৬ বার

চট্টগ্রাম প্রতিনিধি   :   ঢাকা ও চট্টগ্রামের মধ্যে বাংলাদেশ রেলওয়ে আগামী ২৬ জুন থেকে নতুন 1একজোড়া বিরতিহীন ট্রেন চালু করবে। আগামী ২৫ জুন  ‘সোনার বাংলা এক্সপ্রেস’ নামের এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান জানান,  সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছাবে। ট্রেনটি বিকেল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে।

ট্রেনটি যাত্রাপথে ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে থামবে না। রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে ১৬টি যাত্রীবাহী কোচ থাকবে। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কোচও থাকবে। উল্লেখ, ঢাকা-চট্টগ্রামের মধ্যে সুবর্ণ এক্সপ্রেস নামে একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চলাচল করে।