• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৫ আগস্ট ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি 1হয়েছে।কুমিল্লা থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মেঘনা ব্রিজের ওপর বিকল হয়ে পড়ায় তীব্র এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরিফুল আলম।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের দেওয়ানবাগ হতে মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া পর্যন্ত ১২ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।ওসি শরিফুল জানান, মেঘনা ব্রিজের ঢালুতে বিকল হয়ে পড়া কাভার্ড ভ্যানটি সরিয়ে নিতে চাঁদপুর থেকে রেকার আনার কথা ছিল। কিন্তু সেটি নষ্ট থাকায় পরে কুমিল্লার দাউদকান্দি থেকে রেকার 2আনা হয়। এ কারণে কাভার্ড ভ্যানটি সরাতে দেরি হয়।

তিনি জানান, এছাড়া সাপ্তাহিক দুইদিন ছুটির সঙ্গে বৃহস্পতিবার জন্মাষ্টমীর ছুটি যোগ হওয়ায় টানা তিনদিনের ছুটিতে অনেকে ঢাকার বাইরে যাচ্ছেন। এ কারণে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটের তীব্রতা আরও বেড়ে যায়।
এদিকে দুপুর সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থির উন্নতি হয়নি।তবে দুপুর ২/৩টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ওসি শরিফুল।